শিলং : আগামীকাল মঙ্গলবার সকাল ১০.৩০ মিনিটে সপারিষদ শপথ নেবেন মেঘালয়ের দ্বাদশ মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। এদিনই তাঁর মন্ত্রিসভার অন্য ১১ জন সদস্যও শপথ নেবেন বলে জানা গেছে। তাঁদের পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল গঙ্গা প্রসাদ।
শিলঙে রাজভবন সূত্রে প্রাপ্ত খবরে জানা গেছে, আগামীকাল নির্ধারিত ১০.৩০ মিনিটে শপথ গ্রহণ কার্যসূচি শুরু হবে। রাজভবন প্রাঙ্গণের খোলা লনে এই অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। এক হাজার ভিআইপি ও ভিভিআইপিদের বসার ব্যবস্থা করা হয়েছে।
সূত্র জানিয়েছে, আগামীকালের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল, মণিপুরের উপমুখ্যমন্ত্রী ইয়ুমনাম জয়কুমার সিংহ, নাগাল্যান্ডের নেইফিউ রিও (নাগাল্যান্ডের ভাবী মুখ্যমন্ত্রী), অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্লকুমার মহন্ত, অসমের মন্ত্রী নেডা-র আহ্বায়ক হিমন্তবিশ্ব শর্মা প্রমুখ আরও কয়েকজন তাবড় নেতৃবর্গ। তাছাড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু, অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা থাকলেও এখনও তাঁদের আগমনের ব্যাপারে নিশ্চিত করা হয়নি বলে জানানো হয়েছে। এছাড়া ওই অনুষ্ঠানে মেঘালয়ের সদ্যপ্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা-সহ নবনির্বাচিত সব বিধায়কদের আমন্ত্রণ জানানো হয়েছে। উপস্থিত থাকার কথা অসম বিজেপি-র সভাপতি রঞ্জিতকুমার দাস-সহ অন্যরা।
জানা গেছে, আগামীকাল যে ১১জন মন্ত্রীকে সঙ্গে নিয়ে শপথ নেবেন কনরাড সাংমা (এনপিপি) তাঁরা স্নিয়াওভালাং ধার (এনপিপি), কমিঙ্গন ইমবন (এনপিপি), প্রিস্টন টিনসং (এনপিপি), জেমস পিকে সাংমা (এনপিপি), এসজি ইসমাতুর মমিন (এনপিপি), থমাস এ সাংমা (এনপিপি), ডনকুপার রয় (ইউডিপি), ব্রলডিং নংসিয়েজ (ইউডিপি), সামলিন মালঞয়াং (এইচএসপিডিপি), বানতেই লিংডো (পিডিএফ) এবং এএল হেক (বিজেপি)।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন